AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শাকিব খানের চরিত্র নিয়ে খোঁচা দিলেন রোশান!


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১১:৪২ এএম, ১৬ মার্চ, ২০২৩

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের বিরুদ্ধে মিথ্যা আশ্বাস, অসদাচরণ ও ধর্ষণের মতো গুরুতর বিষয়ে লিখিত অভিযোগ করেছেন ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক রহমত উল্লাহ।

 

বুধবার বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতি বরাবর লিখিত অভিযোগ জানিয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী এ বাঙালি প্রযোজক।

 

এই খবর সংবাদমাধ্যমে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনা-সমালোচনার ঝড় বইছে শাকিবকে নিয়ে। এরই মাঝে সেই আলোচনা-সমালোচনায় আরও একটু রসদ যুগিয়েছে চিত্রনায়ক জিয়াউল রোশানের এক ফেসবুক স্ট্যাটাস।

 

 

এদিন রাতেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রোশান লেখেন, ‘চরিত্রের কারণে অনেক সম্মানিত ব্যক্তি হারিয়েছেন তার সম্মান, আবার অনেক নগণ্য ব্যক্তি কুড়িয়েছে বিরাট সম্মান। ‘‘মানুষের মধ্যে সেই ব্যাক্তি উত্তম, যার চরিত্র সবচেয়ে সুন্দর।’’— মহানবী (সাঃ)।’

 

রোশানের এই স্ট্যাটাসের স্ক্রিনশট নিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক গ্রুপে চলছে নানা সমালোচনা। তার স্ট্যাটাসে কোনো নাম উল্লেখ না থাকলেও শাকিব ভক্তরা মনে করছেন, তাদের প্রিয় নায়ককে নিয়ে এই স্ট্যাটাস দিয়েছেন রোশান।

 

এ নিয়ে শাকিব ভক্তদের কিছুটা তোপের মুখেও পড়েছেন রোশান। একজন লিখেছেন, ‘শাকিব খানের পরে যদি কোনো নায়ককে পছন্দ করতাম সেইটা হলো আপনি, কিন্তু আপনি আজকে যে কাজ টা করলেন আপনাকে দেখলেই মাথা গরম হয়ে যাচ্ছে।’

 

আরেকজন লিখেছেন, ‘সব কিছু ভালোভাবে পর্যবেক্ষণ করলেই বুঝতে পারবেন। যা হচ্ছে সব সুপরিকল্পিত। সম্মিলিত সিন্ডিকেটের শিকার হচ্ছেন শাকিব খান।’

 

এমনভাবে নানা আলোচনা-সমালোচনা চলছে রোশানের সেই স্ট্যাটাস ঘিরে।

 

একুশে সংবাদ.কম/চ.ট.প্র/জাহাঙ্গীর

Shwapno
Link copied!