AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আবেদনময়ী পোশাকে সৌমীর ঝড়


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০২:৩৬ পিএম, ১১ মার্চ, ২০২৩

আবেদনময়ী পোশাকে সৌমীর ঝড়

শোবিজ অঙ্গনের গ্ল্যামার জীবনের জন্য প্রায়ই হেনস্তা হতে হয় অভিনেত্রীদের। সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে রীতিমতো ব্যঙ্গ-বিদ্রুপের শিকার হন হরহামেশাই। কেউ কেউ শালীনতার মাত্রা পেরিয়ে খোঁচা দিতেও কুণ্ঠিতবোধ করেননা। খোলামেলাভাবে নিজেকে উপস্থাপন করে সমালোচনার মুখে পড়েছেন টালিউডের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সৌমী ঘোষ।

 

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে সৌমী জানান, তাকে আরো নোংরা কটাক্ষের শিকার হতে হয়। অভিনেত্রীর কথায়, ‘আমার ছবিতে তো নিয়মিত নোংরা কমেন্ট পড়ে। নিম্নরুচির কমেন্ট করা হয়। আমি আজকাল আর কমেন্ট দেখি না। কারণ যত নেগেটিভ জিনিস দেখব, মনের মধ্যে তত নেগেটিভিটি বাড়বে। আমার ক্যারিয়ারের শুরুটা হয়েছিল মডেলিং দিয়ে। ফলে খোলামেলা পোশাক আমি নিয়মিত পরি।’

 

 

তিনি আরো বলেন, ‘বিভিন্ন এক্সপেরিমেন্টাল ড্রেস পরতে ভালোবাসি। আসলে সাজগোজ করার পর নিজেকে আয়নার সামনে দেখতে পছন্দ করি। শাড়িও পরি। আবার ওয়েস্টার্ন পোশাকও পরি।’

 

নেতিবাচক কমেন্ট প্রসঙ্গে স্পষ্ট জবাব দিলেন সৌমী। অভিনেত্রী বলেন, ‘আমি কিন্তু দুই ধরনের ছবিই পোস্ট করি সোশ্যাল মিডিয়ায়। বোল্ড লুকে যারা খারাপ কমেন্ট করে, তারা কিন্তু আমার শাড়ি লুকের প্রশংসা করছে না। তাই আমি আর কিছু মনে করি না।’ টেলি অভিনেত্রীর সাফ কথা, ‘যার খারাপ বলার, সে বলবেই। ক্লিভেজ দেখা গেলেও লোকে কটূক্তি করবে আবার পেট দেখা গেলেও বলবে। আয়নার সামনে দাঁড়িয়ে দেখি আমাকে ভালো লাগছে কি না। নিজেকে বহন করতে পারছি কি না। ফিগার মেইনটেন করতে পারছি কি না।’

 

নায়িকাদের ব্যক্তিগত লাইফ নিয়ে আলোচনা করা প্রসঙ্গে সৌমী বলেন, ‘যারা যৌনতা নিয়ে কমেন্ট করে তারা জঘন্য মানসিকতার মানুষ। আমার ধারণা, আমরা যে অভিনেত্রী সেটা ওরা জানে না। ‘দেখতে দারুণ, ডবকা মাল’―এসব ভেবেই কমেন্ট করে ওরা।’

 

সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভে এসেছিলেন মধুপ্রিয়া চৌধুরী। অনুরাগীরা তাকে বিভিন্ন প্রশ্ন করতে শুরু করেন। এরই মাঝে একজন মধুপ্রিয়াকে বলেন, ‘আপনি সেক্স করেছেন?’ সরাসরি এ ধরনের প্রশ্ন দেখে চমকে গিয়েছিলেন অভিনেত্রী। তবে ঘাবড়ে যাননি তিনি। ভালো করে প্রশ্নটি পড়ে প্রথমে হাসেন নায়িকা। যৌনজীবন নিয়ে কোনো কথা বলেননি তিনি। তবে নিজের জীবন প্রসঙ্গে মন্তব্য করে বলেন, ‘মাঝেমধ্যে জীবনটা ঘেঁটে ফেলেছি, ঠিক কথা।’

 

একুশে সংবাদ.কম/ড.ব/বি.এস

Link copied!