AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১১ মে, ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাবার নির্যাতন সইতে না পেরে বহুবার আত্মহত্যার চেষ্টা করেছেন উরফি


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৩:২৪ পিএম, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩

বাবার নির্যাতন সইতে না পেরে বহুবার আত্মহত্যার চেষ্টা করেছেন উরফি

নিজের বাবা বিরুদ্ধে আগেই নির্যাতনের অভিযোগ তুলেছিলেন উরফি জাভেদ। এবার জানালেন তার বাবা এতই অত্যাচার-নির্যাতন করতেন যে, তা সইতে না পেরে তিনি আত্মহত্যার চেষ্টাও করেছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।

 

উরফি জানান, ‘আমরা পাঁচ ভাই-বোন। বাবা আমাদের উপর খুবই অত্যাচার করত। খুব মারধর করত। মাকেও মারধর করত বাবা। এসব দেখেই আমি বড় হয়েছি। বাবা বাড়িতে আটকে রাখত আমায়। অনেক বার আত্মহত্যা করার চেষ্টাও করেছি।’

 

এই বিতর্কিত মডেল আরও বলেন, ‘খুবই অর্থাভাব ছিল আমাদের। বহু রাত গেছে আমরা খেতে পায়নি। আমার বাড়ির লোক চাইত না যে আমি মিডিয়া জগতে আসি। কিন্তু ওই বাজে পরিস্থিতি থেকে বের হওয়ার কারণেই আমি এই দুনিয়াকে বেছে নেই। ছোটবেলার অন্ধকার ঢাকতে এখনকার ঝকঝকে দিকটাকে বেছে নিয়েছি।’

 

উল্লেখ্য, হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসাবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস ’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত। এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি।

 

একুশে সংবাদ/এসএপি

 

Shwapno
Link copied!