AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মধুমিতার সংসারে ভাঙন, তবে কাজ করতে আপত্তি নেই স্বামীর


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৫:৫১ পিএম, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩

মধুমিতার সংসারে ভাঙন, তবে কাজ করতে আপত্তি নেই স্বামীর

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। তিনি এখন সিঙ্গেল। তবে ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেতা সৌরভ চক্রবর্তীকে। সে বিয়েতে এসেছে ভাঙন। এখন দুজনের পথ আলাদা। তবে কি পর্দাতে আর কখনই দেখা যাবে না মধুমিতা আর সৌরভকে?

 

ক্যারিয়ারের শুরু টিভি পর্দাতে হলেও এখন সিনেমাতেও কাজ করে সাফল্য পাচ্ছেন মধুমিতা। অন্যদিকে অভিনয়ের পাশাপাশি পরিচালকের আসনেও বসেছেন সৌরভ।

 

এ তারকা জুটি ভালোবেসে ২০১৫ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন। কিন্তু ৪ বছরের মাথাতেই ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। এ কারণে দর্শকমহলে এ জুটি নিয়ে চর্চার শেষ নেই।

 

এ বিষয়ে সম্প্রতি মুখ খুলেছেন সৌরভ। ‘শ্বেতকালী’ সিরিজের প্রচারে এসে ভারতীয় সংবাদ মাধ্যমে এ প্রসঙ্গে কথা বলেন তিনি। সৌরভ বলেন, ক্যামেরার পেছনে থাকতেই বেশি পছন্দ তার। যদিও অসংখ্য হিট সিরিয়াল রয়েছে তার সাফল্যের ঝুড়িতে।

 

তার‘শ্বেতকালী’ সিরিজের কথা উঠতেই সৌরভ জানান, এই প্রথম ঐন্দ্রিলার সঙ্গে ক্যামেরার সামনে দেখা যাবে তাকে। এ সিরিজে তাদের রসায়নটা বেশ ভালো ছিল।

 

কথা প্রসঙ্গে এ অভিনেতাকে জিজ্ঞাসা করা হয়, নিজের সঙ্গে কোন তারকার জুটিকে বেশি ভালো লাগে? অভিনেতার স্পষ্ট উত্তর, ‘সবিনয় নিবেদন আমার প্রথম সিরিয়াল। মধুমিতার সঙ্গে প্রথম জুটি। দর্শক বেশ পছন্দ করেছিল। আমার বেশ প্রিয়। তবে পায়েলের সঙ্গেও আমার রসায়ন ভালো জমেছিল।’

 

যার সঙ্গেই সৌরভ অভিনয় করুন না কেন, তার সঙ্গে মধুমিতা পর্ব এখনও মাঝেমাঝেই ফিরে ফিরে আসে। আবারও যদি সুযোগ আসে তিনি কি মধুমিতার সঙ্গে অভিনয় করতে চাইবেন? এমন প্রশ্ন ছুঁড়ে দেয়া হয় সৌরভকে।

 

উত্তরে তিনি বলেন, ‘হ্যাঁ, আমার কোনও অসুবিধা নেই।’ অনেক সময় ব্যক্তিগত সম্পর্ক পেশাদার জীবনেও প্রভাব ফেলে। সেই সব বিধিনিষেধ সৌরভের মধ্যে নেই।

 

অভিনেতা সৌরভ আরো বলেন, ‘আমার মনে হয় না কোনো অসুবিধা হবে বলে। বেশ অনেক দিন হল আমরা আলাদা থাকি। তবে যদি কোনো পরিচালকের মনে হয় পর্দায় আমায় এবং মধুমিতাকে একসঙ্গে দেখতে ভালো লাগবে, সেই কাজের ক্ষেত্রে আমার তো কোনও সমস্যা নেই। কাজ করবো।’

 

তবে বর্তমানে শুধু ‘শ্বেতকালী’ সিরিজের প্রচারেই মন সৌরভের। আগামী ২৪ ফেব্রুয়ারি ‘জি ফাইভে’ মুক্তি পাবে এই নতুন সিরিজটি।

 

একুশে সংবাদ.কম/ড.ব/বি.এস

Link copied!