AB Bank
ঢাকা শুক্রবার, ০২ জুন, ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

৫ দিনে ৫০০ কোটি আয় করলো ‘পাঠান’


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৫:২৬ পিএম, ৩০ জানুয়ারি, ২০২৩
৫ দিনে ৫০০ কোটি আয় করলো ‘পাঠান’

‘পাঠান’ সিনেমা দিয়ে বলিউড বাদশার রাজকীয় প্রত্যাবর্তন হয়েছে-এ কথা শাহরুখ খান এখন প্রতিদিনই প্রমাণ দিচ্ছেন। সিনেমাপ্রেমীদের কাছে এখন শুধু শোনা যাচ্ছে শাহরুখের ‘পাঠান’ সিনেমার আলোচনা। কিং খানের অভিনয়ের প্রশংসা।

 

মুক্তির শুরু থেকেই অপ্রতিরোধ্য গতিতে ছুটছে ‘পাঠান’ সিনেমা। ভেঙে ফেলছে একের পর এক রেকর্ড। জানা গেছে, মুক্তির মাত্র ৫ দিনে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আয় করেছে ৫০০ কোটি রুপিরও বেশি।

 

বিশ্বজুড়ে ৮ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলিউড বাদশার ‘পাঠান’। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বিশ্বব্যাপী রোববার (২৯ জানুয়ারি) পর্যন্ত ৫ দিনে ‘পাঠান’ আয় করেছে ৫৫০ কোটি রুপিরও বেশি। তবে বক্স অফিস বিশেষজ্ঞরা মনে করছেন ‘পাঠান’ সিনেমার আয় শিগগির ৭০০ কোটি রুপি অতিক্রম করবে। সেই সঙ্গে হিন্দি সিনেমার সব রেকর্ড ভেঙে ফেলবে। ‘পাঠান’ সিনেমা দিয়ে শাহরুখ নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন।

 

শাহরুখের ‘পাঠান’ সিনেমা চতুর্থ দিনে ভারতের বক্স আয় করেছিল ৫১ কোটি রুপি। বিশ্ব্যাপী এই সিনেমার মোট আয় শনিবার পর্যন্ত ছিল ৪২৯ কোটি রুপি। রোববার তা ৫০০ কোটির ঘর ছাড়িয়ে গেছে।

 

উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘পাঠান’। কিং খানকে পর্দায় দেখার জন্য দর্শকরা অপেক্ষায় ছিলেন চার বছর ধরে। অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে। বিশ্বজুড়ে দর্শকরা ‘পাঠান’ দেখতে হলমুখী হচ্ছেন। শাহরুখের ‘পাঠান’ সিনেমায় অভিনয় দেখে দর্শক অভিভূত। সবাই এখন বাদশার বন্দনায় মগ্ন।

 

একুশে সংবাদ.কম/জা/সা’দ