AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বরের দেওয়া আধ কোটির উপহারে ঐশ্বর্যে মজে ঐশ্বর্যা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০২:২৭ পিএম, ১ নভেম্বর, ২০২২

বরের দেওয়া আধ কোটির উপহারে ঐশ্বর্যে মজে ঐশ্বর্যা

একেই হিরের আংটি। তার উপর আবার বরের উপহার দেওয়া। লোকজনকে না দেখালে হয়! কোনও অনুষ্ঠানে হোক বা সিনেমার প্রচারে, লোকজনের সমাগমের মধ্যে ঐশ্বর্যা রাই বচ্চন উপস্থিত থাকা মানেই সকলের নজর তাঁর দিকে। সেই সঙ্গে নজর কাড়ে তাঁর হাতের হিরের আংটিও। খোদ অভিষেক বচ্চন তাঁকে উপহার দিয়েছেন যে! বিয়ের সময় এই আংটি ঐশ্বর্যাকে উপহার দিয়েছিলেন অভিনেতা।

 

বচ্চন-পুত্রবধূ যখনই সুযোগ পান, এই আংটি পরেন। সংবাদ সংস্থা সূত্রের খবর, ৫৩ ক্যারাট হিরে দিয়ে বানানো হয়েছে এই আংটি। এর দাম শুনলেও চমকে যেতে হয়। সংবাদ সংস্থা জানাচ্ছে, এই আংটির দাম ৫০ লক্ষ টাকা।

আধ কোটি টাকা মূল্যের এই আংটির ঐশ্বর্যে প্রায়ই মজে থাকতে দেখা যায় ঐশ্বর্যাকে। এই নিয়ে কটাক্ষের শিকারও হয়েছেন তিনি। অনেকে বলেন, অভিনেত্রী নাকি লোকদেখানোর জন্যই এই বহুমূল্য আংটি পরে থাকেন। যে জায়গায় বেশি লোকজন জড়ো হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক সেই জায়গাতেই তাঁর হাতে এই আংটি দেখা যায়। যদিও এই প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি অভিনেত্রী।

একুশে সংবাদ/ আ.বা/ রখ

Link copied!