মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে শেষ দিনে যখন ম্যাচ বাঁচানো নিয়ে মাঠে চরম সংগ্রাম করছেন সাকিবরা। তখন বাংলাদেশের এই টেস্ট দেখতে মিরপুরে উপস্থিত সৃজিত মুখোপাধ্যায়। বাংলাদেশের খেলা দেখতে আসা এই চলচ্চিত্রকার জানালেন সাকিবকে একটি বায়োপিক বানানোর ইচ্ছা তার।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের প্রেসবক্সে সাংবাদিকদের এই তথ্য দেন তিনি। এসময় সৃজিতকে মিরপুরের গ্যালারিতে দেশে ভক্তরা বেশ বিস্ময় হয়েছেন। মূলত বিবাহ বার্ষিকী পালন করতে শ্বশুর বাড়ি বাংলাদেশে এসেছেন সৃজিত। সময়টা একদম অবসরের।
মিরপুরে আছে তার আত্মীয়ের বাসা। সেই ফাঁকে একটি টেস্ট ম্যাচ মিস করতে চাইলেন না। এসময় সাংবাদিকদের তিনি বলেন,‘চা-বিরতির ঠিক আগে মুশফিকুর রহিম রান আউটে কাটা পড়তেই সৃজিতের আক্ষেপ, ‘ইশ এই রানটা কেন নিতে গেল। এরপরে মেহেদী ছাড়া (মেহেদী হাসান মিরাজ) তো ব্যাটসম্যানই নেই। ম্যাচটা বাঁচানো কঠিন’।
দারুণ খেলতে থাকা লিটন দাসের আউট নিয়েও ঝরল আক্ষেপও। বাংলাদেশের ক্রিকেটের বেশ ভালো খবর রাখেন জনপ্রিয় এই পরিচালক। টি-টোয়েন্টি বেশ কিছুদিন ধরে খারাপ সময় গেলেও আফিফ হোসেনের নাম করে বললেন, ‘খুব প্রতিশ্রুতিশীল। ওর খেলা তো দারুণ।’
সাম্প্রতিক সময়ে ক্রিকেট নিয়ে বেশ কিছু কাজ হাতে নিয়েছেন সৃজিত। ভারতের নারী ক্রিকেটের মিতালি রাজকে নিয়ে তার নতুন সিনেমা ‘সাবাশ মিঠু’কদিন পরই মুক্তি পেতে যাচ্ছে। ভারতের কোন নারী ক্রিকেটারকে নিয়ে এর আগে কোন সিনেমা হয়নি।
সে বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন,‘সাকিবকে নিয়ে তোমাদের এখানে কেউ বায়োপিক করবে না? আমার না খুব ইচ্ছে আছে সাকিবকে নিয়ে একটা বায়োপিক করব।’শুধু সাকিব না সাবেক ক্রিকেটার রকিবুল হাসানকে নিয়েও সিনেমা বানাতে চান তিনি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ‘জয় বাংলা’ব্যাট নিয়ে মাঠে নেমেছিলেন রকিবুল। সে ঘটনা মন স্পর্শ করে গেছে সৃজিতকে। সেটাই ফুটিয়ে তুলতে চান সিনেমার পর্দায়, ‘আমার খুব ইচ্ছা রকিবুল হাসানের ঘটনা নিয়ে সিনেমা করব। ওটা নিয়ে তো কোন কাজ হয়নি, তাই না?’
এমনকি ব্যান্ডশিল্পী আজম খানকে সিনেমা বানাতে চেয়েছিলেন সৃজিত। এ বিষয়ে তিনি বলেন,‘আজম খানকে নিয়ে কাজ করার আমার খুব ইচ্ছে ছিল। আজম খানেরও তো ক্রিকেটের সঙ্গে যোগাযোগ আছে। উনিও ক্রিকেট খেলতেন।’
এছাড়া সৃজিত মনে করিয়ে দিলেন, ‘ফেলুদাও তো ক্রিকেট খেলতেন। অফ স্পিন বল করতেন।’এই ফাঁকে সৃজিত জানিয়ে দিলেন ফেলুদাকে নিয়ে বানানো ওয়েব সিরিজের দ্বিতীয় সিজন আসবে আগামী মাসে। তৃতীয় সিজনের কাজও শেষ। তবে সেটা আড্ডাটাইমস নয়, মুক্তিপাবে হইচই প্লাটফর্মে।
একুশে সংবাদ/এসএস/
আপনার মতামত লিখুন :