AB Bank
ঢাকা শুক্রবার, ০৯ জুন, ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

দুধের শিশুকে ঘরে রেখে শ্যুটিংয়ে অনুষ্কা


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০১:৩০ পিএম, ৩১ মার্চ, ২০২১
দুধের শিশুকে ঘরে রেখে শ্যুটিংয়ে অনুষ্কা

দুধের শিশুকে ঘরে রেখে শ্যুটিং ফ্লোরে ফিরলেন অনুষ্কা।এ যেন চাবুক  শরীর। মেয়ের বয়স মাত্র আড়াই মাস।

গত ১১ জানুয়ারি নতুন অধ্যায় শুরু হয়েছে বিরাট-অনুষ্কার জীবনে । তাঁদের পরিবারে এসেছে নতুন সদস্য । 

মেয়েকে এখনও প্রকাশ্যে আনেননি বিরুষ্কা । মেয়ের জন্মের পরই এই তারকা দম্পতি জানিয়েছিলেন, সন্তানকে মিডিয়ার আকর্ষণ থেকে দূরেই রাখতে চান । তাঁরা চান তাঁদের সন্তান সেলিব্রিটি হিসেবে নয়, সাধারণ মানুষের মতোই বড় হয়ে উঠুক ।

মা দুর্গার নামে তাঁরা মেয়ের নাম রেখেছেন ভামিকা । বিরাট-অনুষ্কা দু’জনেই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় । মেয়ের মুখ আড়াল করা দু’টি ছবিও তাঁরা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় । কিন্তু তাকে সামনাসামনি আনেননি।

বাবা, বিরাট এর মধ্যেই অনেকগুলো ম্যাচ খেলে ফেলেছেন । পিতৃত্বকালীন ছুটির মেয়াদ শেষ হয়ে গিয়েছে তাঁর । এ বার কাছে ফেরার পালা ব্যস্ত মা, অনুষ্কারও । তাই দুধের শিশুকে ঘরে রেখেই কাজে বেরলেন এই নায়িকা ।

এর আগে অনুষ্কা জানিয়েছিলেন সন্তান জন্মের পর হয়তো এপ্রিলের শেষে বা মে মাসে ফের ছবির শ্যুটিং শুরু করবেন তিনি । কিন্তু তার অনেক আগেই অনুষ্কাকে দেখা গেল শ্যুটিং ফ্লোরে । যদিও সিনেমার শ্যুটিং এখনও শুরু করেননি অনুষ্কা । বুধবার তিনি একটি বিজ্ঞাপনের জন্য শ্যুটিংয়ে উপস্থিত হন।

একুশে সংবাদ / নি.আ / এস