২০২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তির ডিজিটাল লটারির ফল প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করা হয়।
ফলাফল জানা যাবে সরকারি স্কুল ভর্তি ওয়েবসাইট gsa.teletalk.com.bd–এ। পাশাপাশি টেলিটক নম্বর থেকে এসএমএস পাঠিয়েও ফল জানা সম্ভব। এসএমএস করতে হবে এভাবে:
GSA<space>RESULT<space>User ID লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।
এই শিক্ষাবর্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ৬৮৯টি সরকারি ও ৩৩৬০টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আবেদন গ্রহণ শুরু হয় ২১ নভেম্বর। ৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইন আবেদন প্রক্রিয়া চালু ছিল।সরকারি স্কুলগুলোতে ১,২১,৫৯৬টি শূন্য আসনের বিপরীতে আবেদন জমা পড়ে ৭,১৯,৮৫৮টি।বেসরকারি স্কুলগুলোতে ১০,৭২,৯১৭টি আসনের বিপরীতে আবেদন করা হয় ৩,৩৬,১৯৬টি।
শ্রেণিভিত্তিক আসন বণ্টনের ক্ষেত্রে পুরো প্রক্রিয়াটি পরিচালিত হয় ডিজিটাল লটারির মাধ্যমে।
ভর্তি নীতিমালায় নির্ধারিত সাধারণ, ক্যাচমেন্ট, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও অন্যান্য কোটাসহ সব কোটা যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়। শূন্য আসনের ভিত্তিতে শিক্ষার্থীর পছন্দ, শিফট ও শ্রেণি অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে লটারি সফটওয়্যার ফল নির্ধারণ করে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের তত্ত্বাবধানে লটারির প্রতিটি ধাপ পরিচালনা করা হয়, যাতে স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত থাকে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। উপস্থিত ছিলেন টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরীসহ শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি. এম. আব্দুল হান্নান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

