AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল উপলক্ষে স্বাগত র‌্যালি ,১৮ ডিসেম্বর থেকে শুরু



শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল উপলক্ষে স্বাগত র‌্যালি ,১৮ ডিসেম্বর থেকে শুরু

মৌলভীবাজারের পর্যটন শিল্পের বিকাশ এবং পর্যটকদের আকৃষ্ট করতে শ্রীমঙ্গলের ফুলছড়া চা–বাগান মাঠে আগামী ১৮ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যালের (সিজন–২) আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায়, উপজেলা প্রশাসন শ্রীমঙ্গলের সার্বিক সহযোগিতায় দ্বিতীয়বারের মতো আয়োজিত এই ফেস্টিভ্যালে জেলার বিভিন্ন নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর পরিবেশনায় নাচ–গান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তাদের কৃষ্টি–সংস্কৃতির ঐতিহ্যবাহী খাবার ও নিজস্ব পণ্যের মেলা অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) শহরে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিতে অংশ নেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।

বৈচিত্র্যময় এই সাংস্কৃতিক উৎসবকে সফল করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও উপজেলা প্রশাসন শ্রীমঙ্গল ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজন করতে প্রশাসনও সক্রিয় ভূমিকা পালন করছে। ফেস্টিভ্যালকে ঘিরে পুরো উপজেলায় উৎসবমুখর আমেজ লক্ষ্য করা যাচ্ছে।

পাহাড়–অরণ্য–হাওর আর সবুজ চা–বাগানে ঘেরা পর্যটন জেলা মৌলভীবাজারের সবচেয়ে পরিচিত এলাকা শ্রীমঙ্গল—চায়ের দেশ খ্যাত এই উপজেলা যুগ যুগ ধরে পর্যটকদের কাছে সমাদৃত। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশি–বিদেশি পর্যটকের সংখ্যা কমে যাওয়ায় স্থানীয় পর্যটন–সম্পৃক্ত ব্যবসায়ীরা আর্থিক সংকটে পড়েছেন। দীর্ঘদিনের পর্যটক মন্দাভাব কাটাতে সরকার এ বছরও হারমোনি ফেস্টিভ্যাল আয়োজনের উদ্যোগ নিয়েছে।

উৎসব আয়োজনকারী সূত্র জানায়, এ বছরের হারমোনি ফেস্টিভ্যালে শ্রীমঙ্গল উপজেলার ২৬টির বেশি নৃ–গোষ্ঠীর অংশগ্রহণ থাকবে। এসব নৃ–গোষ্ঠী তাদের ঐতিহ্যবাহী খাবার, ব্যবহারিক জিনিসপত্র ও নিজস্ব জীবনধারার উপকরণ নিয়ে মেলায় অংশ নেবে। পাশাপাশি প্রতিটি নৃতাত্ত্বিক জনগোষ্ঠী তাদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন,“পর্যটন শিল্পের বিকাশ এবং পর্যটক আকৃষ্ট করতে শ্রীমঙ্গলে দ্বিতীয়বারের মতো হারমোনি ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছে। এবারের উৎসবও সংস্কৃতির মিলনমেলায় পরিণত হবে। উৎসব সুষ্ঠুভাবে আয়োজন নিশ্চিত করতে প্রশাসন ও আইন–শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক নজরদারি রাখছে।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!