চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশ সংক্রান্ত জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
শনিবার (২৮ জুন) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষাকেন্দ্রের আশপাশে যানজট ও জনদুর্ভোগ কমাতে সকাল ৮টা ৩০ মিনিট থেকে শুধুমাত্র পরীক্ষার্থীদের কেন্দ্র এলাকায় প্রবেশের অনুমতি দিতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কেন্দ্র সচিবদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া, পরীক্ষাকক্ষে প্রবেশের পূর্বে বোর্ড কর্তৃক প্রদত্ত আগের নির্দেশনাগুলো বহাল থাকবে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা ২৬ জুন থেকে শুরু হয়েছে। দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে এবার প্রায় ১২ লাখ ৫১ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।
পরীক্ষা চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ থেকে ২১ আগস্টের মধ্যে।
একুশে সংবাদ/আ.ট/এ.জে