জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে আজ সারাদেশে ভিডিওচিত্র প্রদর্শনী আয়োজন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পাশাপাশি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার ভিডিওচিত্রও প্রদর্শন করা হবে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সহ সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১০টায় কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কর্মসূচির ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেন, আমরা জুলাই অভ্যুত্থানের স্মৃতিকে তাজা রাখতে চাই। আমরা চাই না আপামর ছাত্র-জনতা এ অভ্যুত্থান ভুলে যাক। নব্য ফ্যাসিবাদের উত্থান ঘটুক, সেটাও চাই না।
হাসনাত আরও বলেন, বুধবার সারাদেশে জুলাই অভ্যুত্থানের ভিডিও চিত্র প্রদর্শনী করা হবে। একই সঙ্গে কুয়েটে হামলার যত ভিডিও আছে, সবগুলো প্রদর্শন করা হবে।
এর আগে মঙ্গলবার দুপুরে কুয়েটে শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ ঘটনায় এরই মধ্যে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।
শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়েকদিন ধরে কুয়েট শিক্ষার্থীদের মধ্যে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া চলছিল। এর মধ্যে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে দুপুরে মিছিল বের হয়। মিছিলটি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পৌঁছালে ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
একুশে সংবাদ/জ.ন/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

