চাকরি প্রত্যাশীদের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ও উত্তর
১. বাংলা ভাষার আদি কবি কে?
উ. লুইপা

২. আদি কবিদের মধ্যে সর্বাধিক কাব্য রচনা কে?
উ. কানহপা
৩. পদাবলির প্রথম কবি কে?
উ. চণ্ডীদাস
৪. প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে?
উ. শাহ্ মোহাম্মাদ সগির

৫. পুথিসাহিত্যের প্রাচীন লেখক কে?
উ. দৌলৎ কাজী
৬. প্রথম মহিলা কবি কে?
উ. চন্দ্রাবতী
৭. মহিলা উপন্যাসিক কে?
উ. স্বর্ণকুমারী দেবী
৮. প্রথম সার্থক উপন্যাসিক কে?
উ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

৯. প্রথম যতিচিহ্নের ব্যবহার করেন কে?
উ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১০. প্রথম চলিত রীতি ব্যবহার করেন কে?
উ. প্রমথ চৌধুরী
----------০------------