জামালপুরের সরিষাবাড়ীতে লিপি আক্তার (৩৫) নামে এক র্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর রাতে পৌরসভার শিমলা বাজার গণময়দান মাঠ সংলগ্ন ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ওসি মো. বাচ্চু মিয়া।
ওসি জানান, লিপি আক্তার উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের কুয়েত প্রবাসী মঞ্জুরুল হকের মেয়ে এবং একই গ্রামের মহির উদ্দিনের স্ত্রী। তার স্বামী মহির উদ্দিন র্যাব-২, মুহাম্মদপুরে কর্মরত আছেন। নিহত লিপি তিন সন্তান নিয়ে গণময়দান এলাকায় ‘টিনসেট’ বাসায় ভাড়া থাকতেন।
তিনি বলেন, “বুধবার মধ্যরাতে দুর্বৃত্তরা বারান্দার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে। পরে তার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়।”
পরবর্তীতে ভোরে সংবাদ পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেলা মর্গে প্রেরণ করে।
ওসি মো. বাচ্চু মিয়া আরও জানান, “ধারণা করা হচ্ছে, চুরি করার উদ্দেশ্যে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করেছিল। সম্ভবত চোরকে চিনে ফেলায় তাকে হত্যা করা হয়েছে। তদন্ত চলছে এবং মামলার প্রক্রিয়া পরিচালিত হচ্ছে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

