AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অশালীন আচরণ: রাবি অধ্যাপককে অব্যাহতি


Ekushey Sangbad
রাবি প্রতিনিধি
১১:৪১ এএম, ২৪ অক্টোবর, ২০২৩

অশালীন আচরণ: রাবি অধ্যাপককে অব্যাহতি

সহকর্মীর সঙ্গে ‘অশালীন’ আচরণের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক এনামুল হককে দুই বছরের জন্য একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের ৫২৫তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয় বলে এক সিন্ডিকেট সদস্য সূত্রে জানা গেছে৷

এক সিন্ডিকেট সদস্য জানান, অশালীন আচরণের অপরাধে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত হয়েছে। তিনি শাস্তি চলাকালে ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক দায়িত্ব পালন করতে পারবেন না।

জানা গেছে, গত ২১ মে মনোবিজ্ঞান বিভাগের সভাপতি কক্ষে বিভাগীয় সভা চলাকালে বিভাগের সভাপতি অধ্যাপক মাহবুবা কানিজ কেয়ার সঙ্গে অধ্যাপক এনামুল হকের বাগবিতণ্ডা হয়। তার সঙ্গে অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন করা হয়েছে বলে অভিযোগ তোলেন এবং উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দেন সভাপতি। কিন্তু অভিযোগ মিথ্যা দাবি করে পাল্টা অভিযোগ দেন অধ্যাপক এনামুল।

এ পরিপ্রেক্ষিতে তদন্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই তদন্তে সুপারিশক্রমে এ সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট। এই সভায় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার সভাপতিত্ব করেন। অধ্যাপক এনামুল হক বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সভাপতি। এর আগে তিনি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আহ্বায়ক ছিলেন।

এ ব্যাপারে অধ্যাপক এনামুল হক বলেন, ভিন্ন মতাদর্শের হওয়ায় আমাকে রাজনৈতিকভাবে হেয় করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একুশে সংবাদ/এসআর

Shwapno
Link copied!