বিভিন্ন অনিয়মের কারনে নর্দান (প্রাঃ) মেডিকেল কলেজ রংপুর এর BMDC এবং বিশ্ববিদ্যালয়ের অনুমোদন বাতিল ও উক্ত কলেজ কতৃক প্রতারনার জেরে আন্দোলনরত শিক্ষার্থীবৃন্দকে BMDC প্রেসিডেন্ট কতৃক প্রদত্ত মাইগ্রেশনের মৌখিক আশ্বাস দ্রুত বাস্তবায়নের দাবীতে জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে নর্দান (প্রাঃ) মেডিকেল কলেজের প্রতারিত হওয়া সকল শিক্ষারথীবৃন্দ।
উক্ত সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন শাইরা জাহান সৌধ। বক্তব্য রাখেন মোঃ আশরাফুল ইসলাম, মোঃ শিহাব আহমেদ, মোঃআলমগীর কবির,মোঃ রাজিবুল ইসলাম। এ ছাড়াও উপস্থিত ছিলেন নর্দান (প্রাঃ) মেডিকেল কলেজের প্রতারিত হওয়া সকল শিক্ষারথীবৃন্দ।এ সময় বক্তারা বলেন ১৭ দিন ধরে আমাদের আন্দোলন চলাকালীন সময় বি.এম.ডি.সি'র চেয়ারম্যান মহোদয়, আমাদের মাইগ্রেশনের ব্যাপারে মৌখিক আশ্বাস দিয়েছেন, যা এখন পর্যন্ত বাস্তবায়ন হয় নি।এর দ্রুত বাস্তবায়ন চান বক্তারা।
একুশে সংবাদ/ র.রা /এস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

