AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চরভদ্রাসনে ময়লা ফেলার স্থায়ী ব্যবস্থা না থাকায় পরিবেশ বিপর্যয়



চরভদ্রাসনে ময়লা ফেলার স্থায়ী ব্যবস্থা না থাকায় পরিবেশ বিপর্যয়

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ভুবনেশ্বর (লোহারটেক কোল) নদীর তীরবর্তী সদর বাজারে নির্দিষ্ট ময়লা ফেলার স্থান না থাকায় প্রতিদিনের বর্জ্য সরাসরি নদী ও আশপাশের পুকুরে ফেলা হচ্ছে। এতে নদী ও পুকুরগুলো মারাত্মকভাবে দূষিত হয়েছে, যা পরিবেশ ও স্থানীয়দের স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে।

বাজারের কাঁচাবাজার, মাছ-মাংস ও ফলের দোকান থেকে প্রতিদিন বিপুল পরিমাণ প্লাস্টিক ও জৈব বর্জ্য উৎপন্ন হয়। সঠিক নিষ্পত্তির ব্যবস্থা না থাকায় এসব বর্জ্য নদীতে ফেলা হচ্ছে। ফলে পানি ঘোলা, দুর্গন্ধ ছড়াচ্ছে এবং এলাকায় মশার উপদ্রব ও স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।

স্থানীয় কাপড় ব্যবসায়ী ইমরান বেপারী বলেন, “রাস্তা ও নদীর পাড়ে ময়লা ফেলার কারণে মসজিদে যেতে কষ্ট হয়। দুর্গন্ধে থাকা যায় না, পথচারী ও ব্যবসায়ীরা ভোগান্তিতে আছেন।”

ইউপি চেয়ারম্যান আজাদ খান বলেন, “এখনও স্থায়ী ময়লার ভাগাড় তৈরি করা সম্ভব হয়নি। অতি দ্রুত বাজারের ময়লাগুলো সরিয়ে মাথাভাঙ্গার দিকে নেওয়া হবে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।”

উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন জানান, “মাথাভাঙ্গা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের জমি খাসকরণের মাধ্যমে ডাম্পিং স্টেশন স্থাপন করা হবে। বর্তমানে জায়গার অভাবে কাজ হচ্ছে না, তবে আগ্রহী ব্যক্তি যদি জমি দান করেন, আমরা তা বাস্তবায়ন করতে পারব।”

বাজার বণিক সমিতির সভাপতি আলমগীর মোল্লা বলেন, “প্রশাসন স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছে। আগেও উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু স্থায়ী জায়গার অভাবে তা সম্ভব হয়নি। আমরা চাই সমস্যার দ্রুত সমাধান হোক।”

এদিকে চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়ের পাশে পুকুরে ময়লা ফেলার কারণে শিক্ষার্থীরাও দুর্ভোগে পড়েছে। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মস্তফা বলেন, “ময়লার কারণে পুকুরের পানি ব্যবহার অনুপযোগী হয়েছে, মাছ মারা যাচ্ছে, আর আশপাশে কুকুরের উপদ্রব বেড়েছে। শিশুদের নিরাপত্তাও ঝুঁকিতে রয়েছে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!