সরকারকে ১০ কোটি ২৪ লাখ ৫২ হাজার ৬৫২ টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগে সামিট কমিউনিকেশনের চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ খানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুদকের সহকারী পরিচালক মো. নাছরুল্লাহ হোসাইন বাদী হয়ে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন— সামিট কমিউনিকেশনের চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ খান, বিটিআরসির প্যানেল আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব, সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ, সাবেক কমিশনাররা মো. আমিনুল হক বাবু, শেখ রিয়াজ আহমেদ, ড. মুশফিক মান্নান চৌধুরী ও মো. দেলোয়ার হোসাইন।
দুদকের অভিযোগে বলা হয়, সামিট কমিউনিকেশনস বেআইনিভাবে ১৪ কোটি ২০ লাখ শেয়ার ইস্যু করে। এর মধ্যে বিদেশি প্রতিষ্ঠানগুলোতে ৭০% শেয়ার হস্তান্তর করা হয়। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ অনুযায়ী, শেয়ার হস্তান্তরে ৫.৫% রাজস্ব দিতে হতো। তবে সংশ্লিষ্ট আইনজীবী ও কমিশনারদের অনুকূলে দেওয়ায় সরকারকে প্রায় ১০ কোটি ২৪ লাখ টাকা রাজস্ব ফাঁকি দেওয়া হয়।
দুদকের সাত সদস্যের টিম সামিট গ্রুপের দুর্নীতি ও অনিয়ম অনুসন্ধান করছে।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে