তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি এবার এন্ট্রি-লেভেলের সাশ্রয়ী অথচ পাওয়ারহাউস স্মার্টফোন নোট ৭০ নিয়ে এসেছে। ডিভাইসটিতে থাকা ৬৩০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার সুবিশাল ব্যাটারি দিচ্ছে মাত্র একবার পূর্ণ চার্জে দুই দিন পর্যন্ত ব্যবহারের সুবিধা। গত ২৪ আগস্ট থেকে সারাদেশে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে।
ডিভাইসটির শক্তিশালী ব্যাটারির সাথে ১৫ ওয়াট চার্জিং সুবিধা রাখা হয়েছে, যাতে সারাদিন ফোন চার্জ নিয়ে ব্যবহারকারীরা নিশ্চিন্ত থাকতে পারেন। রিয়েলমি নোট ৭০-এ মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স ও আইপি৫৪ ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে, যা একই দামের ফোনগুলোর তুলনায় এটিকে আরও বেশি টেকসই করে তুলেছে।
শক্তিশালী ব্যাটারির পাশাপাশি মাত্র ২০১ গ্রাম ওজনের হালকা এই ডিভাইসটি ৭.৯৪ মিলিমিটারের আলট্রা-স্লিম ডিজাইনে আনা হয়েছে। এতে পূর্ববর্তী সংস্করণের চেয়ে উন্নত ইউনিসক টি৭২৫০ অক্টাকোর চিপসেট ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে দেখার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে যুক্ত করা হয়েছে অনন্য ৬.৭৪ ইঞ্চির ডিসপ্লে।
রিয়েলমি নোট ৭০-এ রয়েছে ১৩ মেগাপিক্সেলের এআই রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়া সবসময় আপনাকে মনোযোগের কেন্দ্রে রাখতে ব্যবহার করা হয়েছে পালস লাইট ফিচার। ডিভাইসে অডিও শোনার অভিজ্ঞতা সমৃদ্ধ করতে যুক্ত করা হয়েছে ৩০০% আলট্রা ভলিউম। চোখের আরামের জন্য রাখা হয়েছে ৯০ হার্টজ আই-কমফোর্ট ডিসপ্লে, যা এই সেগমেন্টের অন্যান্য ফোনের তুলনায় সবচেয়ে উজ্জ্বল।
ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে এতে রয়েছে এআই নয়েজ রিডাকশন ২.০, এআই ক্লিয়ার ফেস, এআই ইমেজিং ম্যাটিং ও এআই ইরেজারের মতো আধুনিক ফিচার। ফলে এখন আরও স্পষ্ট কল, উন্নত ছবি ও আধুনিক এডিটিং সুবিধা পাওয়া যাবে।
রিয়েলমি নোট ৭০ দুটি ভ্যারিয়েন্টে বাজারে এসেছে—
- ৪ জিবি + ৬৪ জিবি: মাত্র ১১,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) 
- ৪ জিবি + ১২৮ জিবি: মাত্র ১২,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) 
একুশে সংবাদ/এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
