AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টিকটক অ্যাড অ্যাওয়ার্ডস ২০২৫: বাংলাদেশের সেরা ক্রিয়েটিভ বিজ্ঞাপনের জন্য অ্যাওয়ার্ড


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৯:২২ পিএম, ২৬ আগস্ট, ২০২৫

টিকটক অ্যাড অ্যাওয়ার্ডস ২০২৫: বাংলাদেশের সেরা ক্রিয়েটিভ বিজ্ঞাপনের জন্য অ্যাওয়ার্ড

টিকটক আবারও আয়োজন করছে জনপ্রিয় টিকটক অ্যাড অ্যাওয়ার্ডস ২০২৫। এবছর ডিসেম্বরে সৌদি আরবের রিয়াদ শহরে এটি অনুষ্ঠিত হবে। টিকটকে যেসব ব্র্যান্ড ও বিজ্ঞাপন প্রতিষ্ঠান সবচেয়ে বেশি সৃজনশীল ও সফল ক্যাম্পেইন তৈরি করেছে এবং যারা টিকটকে ভিন্নভাবে দর্শকদের কাছে বিজ্ঞাপন তুলে ধরেছে তাদেরকে এই অনুষ্ঠানে অ্যাওয়ার্ড দেওয়া হবে।


গত বছরের সাফল্যের পর এবছর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে এই অ্যাড অ্যাওয়ার্ড। এই আয়োজনের উদ্দেশ্য হলো সেই সব প্রতিভাবান ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া, যারা নতুন ভাবনায় কাজ করে টিকটকে দারুণ সাড়া ফেলেছে।

এই বছর বাংলাদেশসহ ১৮টি দেশের ব্র্যান্ড এবং বিজ্ঞাপন সংস্থাগুলো তাদের ক্যাম্পেইন জমা দিতে পারবে। এসব দেশগুলোর মধ্যে আছে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, লেবানন, ইরাক, মিশর, তুরস্ক, মরক্কো, কেনিয়া, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, কাজাখস্তান, আজারবাইজান, সাইপ্রাস, পাকিস্তান ও শ্রীলঙ্কা। এই আয়োজনে অংশ নিতে চাইলে, টিকটকে প্রকাশিত ক্যাম্পেইনটি ১ অক্টোবর ২০২৪ থেকে ৩১ অক্টোবর ২০২৫-এর মধ্যে চালু থাকতে হবে।

এবারের আয়োজনে মোট ৯টি বিভাগে অ্যাওয়ার্ড দেয়া হবে। কনটেন্টে নতুনত্ব আনার জন্য ‘ইট’স দ্য ক্রিয়েটিভ ফর মি’ ক্যাটাগরি, কনটেন্ট নির্মাতা, দর্শকদের সাথে ব্র্যান্ডের কাজের জন্য ‘কমিউনিটি কোর’ ক্যাটাগরি, স্ট্রাটেজি অনুযায়ী ক্যাম্পেইনের জন্য ‘ফুল ফানেল ফ্লেক্স’ বিভাগ এবং সচেতনতা প্রচারে দারুণ ব্র্যান্ডিংয়ে ক্যাম্পেইনের জন্য ‘বিগ ব্র্যান্ডিং এনার্জি’ ক্যাটাগরি থাকবে।

এছাড়া, বিক্রি বা রিটার্ন বাড়াতে সফল ক্যাম্পেইনের জন্য ‘গোল ডিগার’ ক্যাটাগরি, কম বাজেটে ভালো ক্যাম্পেইনের জন্য ‘বুগি অন আ বাজেট’ ক্যাটাগরি, সাউন্ড, গান, ভয়েস ব্যবহারে ভালো ক্যাম্পেইনের জন্য ‘সাউন্ড অন প্লিজ’ ক্যাটাগরি থাকবে।

এই সাতটি মূল ক্যাটাগরির বাইরেও থাকবে আরও দুটি ক্যাটাগরি যেখানে ‘দ্য পিপল’স চয়েজ’ ক্যাটাগরিতে অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা সরাসরি ভোট দিয়ে বিজয়ীকে নির্বাচন করবে। ‘দ্য জি.ও.এ.টি.(গ্রেটেস্ট অফ অল টাইম)’ ক্যাটাগরিতে সেরা সৃজনশীল কনটেন্ট দিয়ে সফল ক্যাম্পেইন তৈরির জন্য এই পুরস্কারটি দেয়া হবে। মূল সাতটি ক্যাটাগরির যেকোনো একটিতে যেসব আবেদন জমা পড়বে, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে G.O.A.T পুরস্কারের জন্য বিবেচনা করা হবে। এই ক্যাটাগরিতে এমন ক্যাম্পেইনগুলোকে স্বীকৃতি দেওয়া হবে, যারা টিকটকের কমিউনিটি, ট্রেন্ড আর কনটেন্ট স্টাইল অনুসরণ করে দারুণ কনটেন্ট তৈরি করেছে।

আবেদন জমা দেওয়া যাবে ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত। এই সময়ের মধ্যে ব্র্যান্ড এবং এজেন্সিগুলো তাদের সেরা কাজ জমা দিতে পারবে। বিজয়ীদের ঘোষণা করা হবে রিয়াদে অনুষ্ঠিত অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে।

মধ্যপ্রাচ্য, তুরস্ক, আফ্রিকা, মধ্য ও দক্ষিণ এশিয়া অঞ্চলে, টিকটকের গ্লোবাল বিজনেস সল্যুশনস বিভাগের জেনারেল ম্যানেজার সাদি কানদিল বলেন, “গত বছরের দারুণ সাফল্যের পর এবছর আমরা সৌদি আরবের রিয়াদে টিকটক অ্যাড অ্যাওয়ার্ড নিয়ে আসছি। এই অ্যাওয়ার্ড শুধুমাত্র বিজ্ঞাপন নয়, বরং এটি সংস্কৃতি, আনন্দ এবং সর্বোপরি ব্যবসায়িক সাফল্যকে তুলে ধরে। মেটাপ (METAP) অঞ্চলের ব্র্যান্ড আর এজেন্সিগুলোর নতুন যেসব কাজ সামনে আসবে সেটি দেখার জন্য আমরা আগ্রহী।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!