২০২৫-২৬ অর্থবছরের ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট আজ বিকেলে জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এটি হবে দেশের ৫৫তম জাতীয় বাজেট। বাজেটের আওতায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ধরা হয়েছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা, যা গত বছরের তুলনায় প্রায় ৩৫ হাজার কোটি টাকা কম।
খাতভিত্তিক বরাদ্দ:
পরিবহন ও যোগাযোগ: ৫৮,৯৭৩ কোটি টাকা (সর্বোচ্চ বরাদ্দ; আগের বছরের তুলনায় ১৬% কম)।
বিদ্যুৎ ও জ্বালানি: ৩২,৩৯২ কোটি টাকা (২০% এর বেশি হ্রাস)।
শিক্ষা: ২৮,৫৫৭ কোটি টাকা (৮.৪% কম)।
গৃহায়ন: ২২,৭৭৬ কোটি টাকা।
স্বাস্থ্য: ১৮,১৪৮ কোটি টাকা।
স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন: ১৬,৪৭২ কোটি টাকা।
কৃষি: ১০,৭৯৫ কোটি টাকা।
পরিবেশ, জলবায়ু ও পানিসম্পদ: ১০,৬৪১ কোটি টাকা।
শিল্প ও অর্থনৈতিক সেবা: ৫,০৩৮ কোটি টাকা।
বিজ্ঞান ও প্রযুক্তি: ৩,৮৯৪ কোটি টাকা।
বাজেট বৈশিষ্ট্য:
▪️ সর্বমোট ১,১৪৩টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা।
▪️ প্রকল্প বাস্তবায়নে স্থানীয় উৎস থেকে আসবে ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা।
▪️ বাজেটে অগ্রাধিকার পাচ্ছে অবকাঠামো, জ্বালানি নিরাপত্তা ও মানবসম্পদ উন্নয়ন।
এডিপির শীর্ষ পাঁচ খাতে বরাদ্দ যাচ্ছে মোট বরাদ্দের প্রায় ৭০ শতাংশ। সরকার ব্যয় সংকোচন ও বাস্তবায়ন সক্ষমতার ওপর জোর দিয়ে তুলনামূলক সংযত একটি উন্নয়ন বাজেট প্রস্তাব করছে।
একুশে সংবাদ / আ.ট/এ.জে
    
                        

                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
