AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৬ মে, ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্বর্ণের দামে বড় ধস, ভরি কত?


Ekushey Sangbad
অর্থ-বাণিজ্য ডেস্ক
০৯:১৯ পিএম, ১৫ মে, ২০২৫

স্বর্ণের দামে বড় ধস,  ভরি কত?

দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের দরপতন ঘটেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার (১৫ মে) রাতে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভরিপ্রতি স্বর্ণের দাম ৩ হাজার ৪৫২ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এখন থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে ১ লাখ ৬৫ হাজার ৭৩৪ টাকা, যা শুক্রবার (১৬ মে) থেকে কার্যকর হবে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্যে ভ্যাট ৫ শতাংশ এবং বাজুস নির্ধারিত মজুরি ৬ শতাংশ অবশ্যই যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পার্থক্য হতে পারে।

এর আগে ১৩ মে স্বর্ণের দাম বাড়িয়ে প্রতি ভরি ১ লাখ ৬৯ হাজার ১৮৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। সেই হিসাবে মাত্র দুই দিনের ব্যবধানে ২২ ক্যারেট স্বর্ণে ৩ হাজার ৪৫২ টাকা দরপতন হলো।

এ বছর এ নিয়ে ৩৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ২২ বার দাম বেড়েছে, আর কমেছে মাত্র ১২ বার। গত বছর (২০২৪) সমন্বয় হয়েছিল মোট ৬২ বার, যার মধ্যে ৩৫ বার বেড়েছিল এবং ২৭ বার কমেছিল।

এদিকে রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। এখনো ২২ ক্যারেট রুপা ভরিপ্রতি ২ হাজার ৮১১ টাকায়, ২১ ক্যারেট ২ হাজার ৬৮৩ টাকায়, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকায় এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৭২৬ টাকায় বিক্রি হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতন, ডলার সংকট ও মুদ্রানীতির চাপে দেশের বাজারেও স্বর্ণের মূল্য সমন্বয়ের এ ধারা অব্যাহত রয়েছে। তবে স্বর্ণের দাম হঠাৎ করে এতটা কমে যাওয়া অনেক ভোক্তার জন্য স্বস্তির বার্তা হয়ে এসেছে।

 

একুশে সংবাদ/স.ট/এ.জে

Shwapno
Link copied!