AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাচার হওয়া টাকার তদন্তে নিরীক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:২০ পিএম, ২৬ জানুয়ারি, ২০২৫

পাচার হওয়া টাকার তদন্তে নিরীক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক

দেশের ব্যাংক খাত থেকে ১৭ বিলিয়ন ডলার বা প্রায় ১ হাজার ৭০০ কোটি ডলার পাচারের ঘটনা তদন্ত করতে বিশ্বখ্যাত তিনটি আন্তর্জাতিক হিসাবরক্ষণ প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই প্রতিষ্ঠানগুলো হলো- ইওয়াই, ডেলয়েট এবং কেপিএমজি।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, এই অর্থ পাচারের ঘটনায় অভিযোগ উঠেছে যে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ কিছু ব্যক্তি এর সঙ্গে জড়িত। তিনি বলেন, তদন্তের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে বিশ্বমানের প্রতিষ্ঠানগুলোর সহায়তা নেওয়া হচ্ছে।

বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস-এ দেওয়া এক সাক্ষাৎকারে গভর্নর আহসান এইচ মনসুর তুলে ধরেন।

বাংলাদেশ সরকারের উদ্দেশ্য হলো অপরাধীদের বিচারের আওতায় আনা, এবং সে লক্ষ্যে তারা লোপাট হওয়া অর্থের মাধ্যমে কেনা সম্পদ পুনরুদ্ধার করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ইতিমধ্যেই ১১টি যৌথ তদন্ত কমিটি গঠন করেছে এ বিষয়ে কার্যক্রম পরিচালনার জন্য।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাক্ষাৎকারে আরও বলেন, দেশের শীর্ষ ১০টি বড় কোম্পানি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে নিরপেক্ষভাবে তদন্ত চলছে।
 

একুশে সংবাদ/আ.ট/এনএস

Shwapno
Link copied!