দেশীয় বাজারে স্বর্ণের দাম আরও এক দফা বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সমন্বয় অনুযায়ী প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা পর্যন্ত দাম বাড়ছে। এর ফলে ২২ ক্যারেট স্বর্ণের মূল্য পৌঁছেছে দুই লাখ ১২ হাজার টাকার বেশি।
বাজুস বৃহস্পতিবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানায়,শুক্রবার থেকে এই নতুন দাম কার্যকর হবে। সংগঠনের ব্যাখ্যায় বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক দামের সঙ্গে সঙ্গতি রেখে সমন্বয় করা হয়েছে। বর্তমানে বৈশ্বিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের মূল্য ৪ হাজার ২৫৪ ডলার।
নতুন মূল্য তালিকা অনুযায়ী—২২ ক্যারেট প্রতি ভরি: ২,১২,১৪৪ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি: ২,০২,৪৯৯ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি: ১,৭৩,৫৭২ টাকা, সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি: ১,৪৪,৪২৪ টাকা ।
এদিকে স্বর্ণের দামে পরিবর্তন এলেও রুপার বাজারে কোনো সমন্বয় করা হয়নি।
বর্তমান মূল্য—২২ ক্যারেট রুপা প্রতি ভরি: ৪,২৪৬ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি: ৪,০৪৭ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি: ৩,৪৭৬ টাকা, সনাতন পদ্ধতি প্রতি ভরি: ২,৬০১ টাকা ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

