চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৭৩ কোটি ৯৯ লাখ মার্কিন ডলার। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৪ কোটি ৯৩ লাখ ডলার রেমিট্যান্স। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬ কোটি ৬৪ লাখ ডলার।
রোববার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে বিষয়টি জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৯৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৬৫ কোটি ৭ লাখ ১০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৯ লাখ ৯০ হাজার ডলার।
এছাড়া সেপ্টেম্বরের ৮ থেকে ১৫ তারিখের মধ্যে দেশে রেমিট্যান্স এসেছে ৩৭ কোটি ১১ লাখ ১০ হাজার মার্কিন ডলার। আর ১ থেকে ৭ সেপ্টেম্বর দেশে এসেছে ৩৬ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স।
সদ্যবিদায়ী আগস্ট মাসে প্রবাসীরা দেশে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :