AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আবার বাড়ল ডলারের দাম


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:০৯ পিএম, ৪ জানুয়ারি, ২০২৩

আবার বাড়ল ডলারের দাম

এক মাসের ব্যবধানে আবারও বেড়েছে ডলারের দাম। এতে করে নতুন দাম অনুযায়ী প্রতি ডলার কিনতে খরচ হবে ১০০ টাকা।

 

বাজারের দামের সাথে সংগতি বজায় রাখতে নতুন করে ডলারের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংক যে ডলার বিক্রি করবে, তার প্রতি ডলারের দাম হবে ১০০ টাকা।

 

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, বাজারের দামের সাথে সংগতিপূর্ণ করতে ডলারের দাম বাড়ানো হচ্ছে। এটা নিয়মিত উদ্যোগেরই অংশ।

 

এর আগে গত ৫ ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংক তাদের বিক্রি করা ডলারের দাম বাড়িয়ে ৯৯ টাকা নির্ধারণ করেছিল।

 

প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর দেশে ডলার সংকট দেখা দেয়। এরপর বাজারে ডলারের দাম বাড়তে থাকে। গত বছরের এপ্রিলে যেখানে ডলারের মূল্য ছিল ৮৬ টাকার আশপাশে তা এখন বিক্রি হচ্ছে ১০০ টাকায়।

 

একুশে সংবাদ.কম/আট.প্র/জাহাঙ্গীর

Link copied!