২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাজেট অনুমোদন দিতে মন্ত্রীসভায় বিশেষ বৈঠক চলছে।
বৃহস্পতিবার (৯ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে বিশেষ বৈঠকে বসা হয়।
এ অর্থবছরে প্রস্তাবিত বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। এটি আওয়ামী লীগ সরকারের ২৩তম এবং বাংলাদেশের ৫১তম ও বর্তমান অর্থমন্ত্রীর চতুর্থ বাজেট।
এ বাজেটে সংগত কারণেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কৃষিখাত, স্বাস্থ্য, মানবসম্পদ, কর্মসংস্থান ও শিক্ষাসহ বেশকিছু খাতকে।
একুশে সংবাদ.কম/জা.হা
আপনার মতামত লিখুন :