লক্ষ্মীপুরে ঘরে ঢুকে ছকিনা বেগম (৫০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ ডিসেম্বর) ভোররাতে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মটকা মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ডাকাতির সময় বাধা দেওয়ায় নাকি পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর সাড়ে ৩টার দিকে মুখোশ পরা কয়েকজন দুর্বৃত্ত ঘরের ছাদ দিয়ে প্রবেশ করে। এরপর তারা সরাসরি ছকিনা বেগমের কক্ষে ঢোকে। এ সময় তিনি চিৎকার করলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্য ও আশপাশের লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। এরপর নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত ছকিনা বেগমের স্বামী সাফি উল্লাহ প্রায় তিন বছর আগে মারা গেছেন। তার দুই সন্তান বর্তমানে বিদেশে অবস্থান করছেন। স্থানীয়রা জানিয়েছেন, ঘর থেকে কোনো মালামাল বা টাকা লুটের ঘটনা ঘটেনি। তবে ডাকাতির সময় বাধা দেওয়ার কারণে পরিকল্পিত হত্যাকাণ্ডের সম্ভাবনা তুলে ধরেছেন স্থানীয়দের একাংশ।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক বলেন, “প্রাথমিকভাবে পূর্বশত্রুতা বা পরিকল্পিতভাবে নারীকে কুপিয়ে হত্যার বিষয়টি সামনে আসছে। তবে ডাকাতির সম্ভাবনাকেও বাদ দেওয়া যাচ্ছে না। দুই দিকই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।” তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

