AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তরমুজের চারা নষ্ট করে কৃষকের সঙ্গে এ কেমন শত্রুতা!



তরমুজের চারা নষ্ট করে কৃষকের সঙ্গে এ কেমন শত্রুতা!

পটুয়াখালীর গলাচিপায় পূর্বশত্রুতার জেরে এক তরমুজ চাষির আনুমানিক ১০ হাজার তরমুজের চারা উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক।

ঘটনাটি ঘটে শুক্রবার (১২ ডিসেম্বর) গভীর রাতে। এ ঘটনায় শনিবার (১৩ ডিসেম্বর) সকালে ভুক্তভোগী কৃষক মো. মাহাবুল খান গলাচিপা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম সাহেব গ্রামের বাসিন্দা মাহাবুল খান প্রতি বছর তার বাড়ির সামনের নিজস্ব জমিতে তরমুজ চাষ করে আসছেন। চলতি মৌসুমে তিনি প্রায় ১৮০ শতাংশ জমিতে তরমুজ চাষ শুরু করেন। অভিযোগে উল্লেখ করা হয়, পূর্বশত্রুতার জেরে একই এলাকার বাসিন্দা ইমরান খান গভীর রাতে তরমুজ ক্ষেতে প্রবেশ করে প্রায় ১০ হাজার চারা নষ্ট করে ফেলে। এতে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, পূর্বশত্রুতার জেরে কৃষক মাহাবুল খানের স্বপ্ন ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারটি তরমুজ চাষের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে। তারা দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত ইমরান খান অভিযোগ অস্বীকার করে বলেন,“আমি তার বাড়ির পেছনের খাস খালের বন্দোবস্ত নিয়েছি। তিনি বাড়ি ভরাটের জন্য আমার কাছে মাটি চেয়েছিলেন। মাটি না দেওয়ায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।”

গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান বলেন,“অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!