গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল হক নুর বলেছেন, “আমরা ভূইফোড় দল নই, আমরা নিবন্ধিত দল। রাজনীতির মাঠে ফুটবল হতে আসিনি, প্লেয়ার হিসেবে এসেছি। বাপ-দাদার রাজনীতির কোঠায় নয়—নিজেদের যোগ্যতা, সংগ্রাম এবং রক্ত দিয়ে আমরা রাজনীতির মাঠ তৈরি করেছি, দল তৈরি করেছি।”
বৃহস্পতিবার রাত ৮টায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়ন কলেজ মাঠে গণ অধিকার পরিষদের ইউনিয়ন কমিটির উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নুরুল হক নুর বলেন, “যারা আজ আমাদের কটু কথা বলছে বা বাজে ভাষায় সমালোচনা করছে—বাস্তবতা হলো, তারা আমাদের লেভেলের না। মানসিকতা, ব্যক্তিত্ব, রাজনীতি—কোনো জায়গাতেই তারা আমাদের ধারে কাছে নেই। তাদের জবাব দিয়ে আমরা মুখ খারাপ করতে চাই না। মানুষের কাছে তাদের মতো নিম্ন রুচির পরিচয় দিতে চাই না।”
তিনি আরও বলেন, “সারা দেশে আমাদের কার্যক্রম চলছে। ইতিমধ্যে দুই শতাধিক আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। দুই–এক দিনের মধ্যে আরও কিছু আসনের ঘোষণা দেওয়া হবে। যে যাই বলুক—আমাদের শক্তি জনগণ। আগামীতে কোনো রাজনৈতিক দল বা নেতা জনগণের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশে টিকে থাকতে পারবে না।”
বকুলবাড়িয়া ইউনিয়ন কমিটির আহ্বায়ক মো. জুয়েল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট শিরিন আক্তার সেলি, যুব অধিকার পরিষদের পটুয়াখালী জেলা শাখার সহসভাপতি মহিবুল্লাহ এনিম, গণ অধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব হাফিজুর রহমান, সদস্য সচিব মো. জাকির মুন্সি প্রমুখ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

