AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালাইয়ে পুকুরের মাটি বিক্রি করায় মালিককে গুনতে হলো ৫০ হাজার টাকা জরিমানা


Ekushey Sangbad
আব্দুল্লাহ সউদ, কালাই, জয়পুরহাট
০৪:৩০ পিএম, ১২ ডিসেম্বর, ২০২৫

কালাইয়ে পুকুরের মাটি বিক্রি করায় মালিককে গুনতে হলো ৫০ হাজার টাকা জরিমানা

জয়পুরহাটের কালাইয়ে প্রশাসনের অনুমতি ছাড়াই নিজের পুকুর খনন করে মাটি বিক্রি করার অপরাধে পুকুর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যার আগে জিন্দারপুর ইউনিয়নের ঘাটুরিয়া এলাকার মাঠের মধ্যে এক পুকুরপাড়ে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন। এরপর থেকে ওই পুকুরের মাটি খনন কাজ বন্ধ রয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঘাটুরিয়া গ্রামের মো. আজিমদ্দিনের ছেলে মো. এমদাদুল হক নিজের ভোগদখলীয় পুকুরের তলদেশ খনন শুরু করেন। উপজেলা প্রশাসনের অনুমতি ছাড়া পুকুর খনন করে তিনি মাটি আশপাশের বিভিন্ন ইটভাটায় বিক্রি করছিলেন এবং উর্বর কৃষিজমি ভরাটে ব্যবহার করছিলেন। পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করে অবৈধভাবে পুকুর খনন ও মাটি বিক্রির অভিযোগে সেখানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা বলেন, “পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে পুকুর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে মাটি কাটাসহ পরিবেশবিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!