চাঁদপুরের ফরিদগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় মোহাম্মদ রোমান (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে ফরিদগঞ্জ পৌরসভার ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় চাঁদপুর–লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোমান পৌর এলাকার পূর্ব চরকুমিরা গ্রামের জমাদার বাড়ির জসিম জমাদারের ছেলে। আহত ব্যক্তিরা হলেন একই গ্রামের আ. রফিকুল হকের ছেলে বাপ্পি (১৮) ও আ. রাজ্জাকের ছেলে সোহাগ (১৭)। তাঁরা চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে ফজরের নামাজ আদায়ের পর চরকুমিরা চিশতিয়া জামে মসজিদ থেকে মাছ কিনতে পায়ে হেঁটে ভাটিয়ালপুর চৌরাস্তায় যাচ্ছিলেন রোমানসহ কয়েকজন। চৌরাস্তাসংলগ্ন শীতল পাটোয়ারী বাড়ির সামনে পৌঁছালে পেছন দিক থেকে একটি কাভার্ড ভ্যান তাঁদের চাপা দেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চাঁদপুর জেনারেল হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক রোমানকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পুলিশ কাভার্ড ভ্যানটি জব্দ করেছে এবং চালক ইমরান (২৬) ও তাঁর সহযোগী মো. ইকরাম (২৩)কে আটক করেছে। পুলিশ জানায়, ইমরান ও ইকরাম দুই ভাই; তাঁরা ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার উত্তমাবাদ গ্রামের আনসার হাওলাদারের ছেলে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ঘটনাটি নিশ্চিত করেছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

