পঞ্চগড়ে শীতের প্রকোপ দ্বিতীয় দিনের মতো মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ৮.৯ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, তেঁতুলিয়া ও আশেপাশের এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। সপ্তাহজুড়ে এই অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা সাধারণত ১০ ডিগ্রির আশেপাশে থাকে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা বৃহস্পতিবার ২৬.৮ ডিগ্রি ছিল।
স্থানীয়রা হিমেল বাতাস সামলাতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। ভোরের দিকে সূর্য দেখা দিলেও হিমালয় থেকে বয়ে আসা শীতল বাতাসের কারণে ঠান্ডার তীব্রতা বাড়ছে। রাতে তাপমাত্রা কমে গেলে শৈত্যপ্রবাহ আরও অনুভূত হয়।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানিয়েছেন, আগামী ১-২ দিন আরও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এই সময় উত্তরের হিমেল বাতাস ও হালকা কুয়াশার কারণে শীত প্রবল অনুভূত হয়, তবে সূর্যের আলো আসার সঙ্গে সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা বাড়ে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

