AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কিটনাশক খেয়ে গৃহবধূর মৃত্যু


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,নারায়নগঞ্জ
১১:৪৪ এএম, ১১ ডিসেম্বর, ২০২৫

কিটনাশক খেয়ে গৃহবধূর মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে কেরির বড়ি (কিটনাশক) খেয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার (১০ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আড়াইহাজার উপজেলার ব্রাক্ষনদী ইউনিয়নের ব্রাক্ষনদী এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোসাঃ কল্পনা (২৫) নিজের বসতঘরে কিটনাশক সেবন করলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক রোগীর অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঢাকায় নেয়ার পথে সাইনবোর্ড এলাকায় পৌঁছালে কল্পনা মারা যান।

পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলা হবে। গৃহবধূর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আলাউদ্দিন বলেন, নিহতের লাশ আড়াইহাজার আনা হয়েছে এবং নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় সুরতহাল করে লাশটি পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।


একুেশ সংবাদ/ এমএইচ

Link copied!