AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাদারগঞ্জের সৌন্দর্যহানি ও ভ্রমণ অসুবিধায় পর্যটকদের ভোগান্তি


Ekushey Sangbad
মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি, জামালপুর
১২:৩১ পিএম, ১০ ডিসেম্বর, ২০২৫

মাদারগঞ্জের সৌন্দর্যহানি ও ভ্রমণ অসুবিধায় পর্যটকদের ভোগান্তি

মাদারগঞ্জ উপজেলার একমাত্র পর্যটন কেন্দ্র হাওয়াই রোড ও খরকা ঝিল—যা প্রকৃতিপ্রেমী ভ্রমণপিপাসুদের কাছে অনন্য আকর্ষণ। নীরব প্রকৃতি, ঝিলের স্বচ্ছ জলরাশি আর খোলা আকাশের বিস্তৃত সৌন্দর্য দেখতে প্রতিদিনই আসে অসংখ্য পর্যটক। তবে সম্প্রতি এই এলাকার সৌন্দর্য ও স্বস্তির পরিবেশ নষ্ট হচ্ছে সড়কের দু’পাশজুড়ে গড়ে ওঠা যত্রতত্র দোকানপাটের কারণে।

পর্যটকদের অবাধ চলাচলের প্রধান পথ হাওয়াই রোডের বড় অংশজুড়ে এখন দখল করে রেখেছে অস্থায়ী দোকানীরা। এতে একদিকে সড়ক সংকুচিত হয়ে পড়েছে, অন্যদিকে ঝিলের আশপাশের নৈসর্গিক পরিবেশ হারাচ্ছে তার স্বাভাবিক রূপ। ভ্রমণকারীরা জানান, দোকানের ভিড় ও বিশৃঙ্খলার কারণে হাঁটা-চলা থেকে শুরু করে ছবি তোলা—সর্বক্ষেত্রেই তারা অসুবিধার মুখে পড়ছেন।

সচেতন মহলের দাবি— দোকানগুলো যদি সড়কের একপাশে সুশৃঙ্খলভাবে বসানো হয় অথবা মূল সড়ক বাদ দিয়ে নির্দিষ্ট স্থানে স্থানান্তর করা হয়, তবে পর্যটকদের চলাচল স্বাচ্ছন্দ্যময় হবে এবং পুরো পর্যটন এলাকার পরিবেশ, শৃঙ্খলা ও নান্দনিকতা ফিরে আসবে।

এ বিষয়ে স্থানীয়রা সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন, যাতে মাদারগঞ্জের এই অনন্য পর্যটন কেন্দ্রটি তার মূল সৌন্দর্য রক্ষা করে আরও বেশি ভ্রমণপিপাসুদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে।।

একুশে সংবাদ/ এমএইচ

Link copied!