ভারতের মেঘালয় রাজ্যের তুরা কারাগারে আটক থাকা ছয় বাংলাদেশি মৎস্যজীবী অবশেষে দেশে ফিরেছেন। মঙ্গলবার (৯ডিসেম্বর) সন্ধ্যায় শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরে বিজিবির তত্ত্বাবধানে তাদের প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়।
৩৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, ২০২৪ সালের নভেম্বর মাসে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ভুলবশত ভারতীয় জলসীমায় প্রবেশ করলে ভারতীয় কোস্টগার্ড তাদের আটক করে। দীর্ঘ এক বছর কারাভোগের পর বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বিত কূটনৈতিক প্রচেষ্টায় তাদের মুক্তি ও প্রত্যাবাসন নিশ্চিত হয়।
এরই ধারাবাহিকতায় নাকুগাঁও আইসিপিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন–৩৯ বিজিবি ও বিএসএফ সদস্যদের উপস্থিতিতে দুই দেশের ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের হস্তান্তর করা হয়। বিজিবির তত্ত্বাবধানে পুরো প্রক্রিয়াটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।
প্রত্যাবাসিত ব্যক্তিরা কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার বাসিন্দা। তারা হলেন, রাসেল মিয়া (৩৫), বিপ্লব মিয়া (৪৫), মীর জাফর আলী (৪৫), বকুল মিয়া (৩২), আমের আলী (৩৫) ও চাঁন মিয়া (৬০)।
প্রয়োজনীয় আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে নালিতাবাড়ী থানা পুলিশের মাধ্যমে তাদের নিজ নিজ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ/ এমএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

