বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিপুল মাস্টারের আয়োজনে মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাদ মাগরিব উত্তর কিসামতজাল্লা হাবিবিয়া ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও স্থানীয় ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। পবিত্র কোরআন তিলাওয়াত শেষে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উত্তর কিসামতজাল্লা মসজিদ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম মাস্টার, সাধারণ সম্পাদক এড. নিজাম উদ্দিন, মসজিদের ইমাম মাওলানা ক্বারি মো. আবুল হোসেন সোহাগ, মোয়াজ্জেম আজাদ শাহ ফকির,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহাম্মেদ পাপনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ এমএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

