AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নবজাতকের বৈধ অভিভাবক হতে আগ্রহী প্রার্থীকে খুঁজছে প্রশাসন


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, জামালপুর
১২:৪২ পিএম, ১০ ডিসেম্বর, ২০২৫

নবজাতকের বৈধ অভিভাবক হতে আগ্রহী প্রার্থীকে খুঁজছে প্রশাসন

জামালপুরের ইসলামপুরে কুড়িয়ে পাওয়া নবজাতকের বৈধ অভিভাবক হতে আগ্রহী প্রার্থীকে খুঁজছে প্রশাসন । নবজাতক শিশুটির বৈধ অভিভাবক না থাকায় শিশুর সর্বোত্তম স্বার্থ বিবেচনায় পরিবার ও সমাজ জীবনে পূনঃএকত্রীকরণ ও পূনর্বাসনের লক্ষে বৈধ অভিভাবক নিয়োগ দিতে ইতিমধ্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন শিশু কল্যান বোর্ডের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন।

জানাগেছে, গত সোমবার ইসলামপুর পৌর এলাকার মোশাররফগঞ্জ বাজার সড়কের পাশে কম্বলে মোড়ানো অবস্থায় একদিন বয়সী শিশুটিকে দেখতে পায় এলাকাবাসী। শিশুটিকে উদ্ধার করে এলাকাবাসী দ্রুত প্রশাসনের নিকট হস্তান্তর করে। পরে নবজাতককে উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিরাপদ আশ্রয়ে রাখা হয়। কে বা কাহারা নবজাতকটি ফেলে গেছে- তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। চিকিৎসকের সহায়তায় বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন বলেন, খবর পেয়ে আমরা শিশুটিকে দ্রæত উদ্ধার করেছি। তার সুস্থতা ও নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা আশা করি, সমাজের সম্মিলিত দায়িত্ববোধ ও সহমর্মিতা এই শিশুটির জীবনে একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করবে।

একুশে সংবাদ/ এমএইচ

 

Link copied!