র্যাব-৯ ও র্যাব-৩ এর যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় লাশ দাফনকে কেন্দ্র করে হামলার ঘটনায় ‘নাসির উদ্দিন’ হত্যা মামলার এক আসামি ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।(৯ ডিসেম্বর) মঙ্গলবার রাতে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় র্যাব-৯ সদস্যরা।গ্রেফতারকৃত আসামী হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরামপুর এলাকার মৃত আব্দুল আজিজ মিয়া ছেলে
হারুন অর রশিদ (৫৩)।
বিজ্ঞপ্তিতে আরো জানায়, সদর উপজেলার বিরামপুর গ্রামে গত ২৪/১০/২০২৫ ইং তারিখ ৪ ভাইয়ের মা মৃত্যুবরন করে। এসময় ২ ভাই অপর ২ ভাইকে লাশ না দেখিয়ে
লোকজনের সহযোগিতায় অন্যায়ভাবে জোরপূর্বক মায়ের লাশের জানাজা ও দাফন সম্পন্ন করে ফেলে।
প্রতিবাদ করলে বিবাদী পক্ষের লোকজন পূর্বপরিকল্পিতভাবে জোটবদ্ধ হয়ে বাদী পক্ষের লোকজনের জান মালের ক্ষতি সাধনের উদ্দেশ্যে রামদা, লাঠি, লোহার রড, লোহার শাবল, ককটেল, পেট্রোল, কেরোসিন, দিয়াশলাই নিয়ে গত ২৫/১০/২০২৫ ইং তারিখ সকালে বাদী পক্ষের বাড়িতে অতর্কিত হামলা চালায়।
পরবর্তীতে বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ২ ভাইয়ের গ্রুপের পক্ষের ভিকটিম নাসির উদ্দিনের উপর এলোপাতাড়িভাবে আঘাত করে মারাত্মক রক্তাক্ত জখম করে। তখন বিবাদীদের মারপিটের কারণে ভিকটিম নাসির উদ্দিন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং র্যাব-৩, ঢাকা একটি যৌথ আভিযানিক দল গত (৮ ডিসেম্বর) আনুমানিক রাতে ঢাকার শাহবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানার মামলা নং-০১,তাং-০১/১১/২০২৫ইং; ‘নাসির উদ্দিন’ হত্যা মামলার এজাহারনামীয় ২নং পলাতক আসামিকে হারুনকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ/ এমএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

