কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামীর বিএনপি ইশতেহার হবে দেশের গণমানুষের মুক্তি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং নাগরিক অধিকারকে কেন্দ্র করে একটি বিস্তৃত সনদ।শনিবার (৬ ডিসেম্বর) চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগরে নারী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি এমন একটি ইশতেহার প্রস্তুত করছে যা মৌলিক রাজনৈতিক সংস্কার, অর্থনৈতিক মুক্তি এবং জনগণের সার্বিক ক্ষমতায়নের ভিত্তি তৈরি করবে। এজন্য সারাদেশে প্রত্যন্তাঞ্চলে ঘুরে মানুষের মতামত সংগ্রহ করা হচ্ছে। তিনি জানান, তফসিল ঘোষণার পরই চূড়ান্ত ইশতেহার প্রকাশ করা হবে।
তিনি বলেন, এই ইশতেহারের মাধ্যমে সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করে সেগুলোকে জনগণের অধিকার রক্ষার শক্তিশালী ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করা হবে। সংসদীয় ব্যবস্থায় কাঠামোগত পরিবর্তনের কথাও তিনি উল্লেখ করেন।
এদিন সালাহউদ্দিন আহমদ পেকুয়ার মগনামার পূর্বকূল রঙ্গীখাল এলাকার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আট পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।
জাতীয় রাজনীতিকে “সন্ধিক্ষণে” উল্লেখ করে তিনি বলেন, সামনে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তা দেশের রাজনৈতিক পরিবর্তনের সূচনাবিন্দু হবে। তার দাবি—ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্ধারিত এই নির্বাচন বিশ্বব্যাপী স্বীকৃতি পাবে এবং জনগণ নিজেরাই ভোটের নিরাপত্তা নিশ্চিত করবে।
গত ১৬-১৭ বছরে জনগণ ভোটাধিকার হারিয়েছে উল্লেখ করে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ফ্যাসিবাদী শাসন কায়েম করে গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করেছে। শেখ হাসিনার দেশত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ সেই শাসন ব্যবস্থার অবসান ঘটিয়েছে।
বিএনপি নেতৃত্বের প্রতিশ্রুতি তুলে ধরে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার নির্দেশনা ও তারেক রহমানের নেতৃত্বে দেশে স্থায়ী গণতান্ত্রিক কাঠামো গড়ে তোলা হবে। তরুণ ও জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সাম্যের বাংলাদেশ নির্মাণই বিএনপির লক্ষ্য।
তিনি আরও বলেন, ক্ষমতায় এলে কৃষকবান্ধব নীতি, কৃষি কার্ড, সহজ শর্তে কৃষি ঋণ, সবার জন্য স্বাস্থ্যসেবা এবং দরিদ্র পরিবারের জন্য বিস্তৃত সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করা হবে। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যে সহায়তা দেবে বিএনপি সরকার।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন—সাবেক সাংসদ ও বিএনপি নেতা অ্যাডভোকেট হাসিনা আহমদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, পেকুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পাওয়ার পর গত ২ ডিসেম্বর থেকে সালাহউদ্দিন আহমদ আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

