AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বড়াইগ্রামে অজ্ঞাত মোটরসাইকেল চাপায় মাদরাসা ছাত্র নিহত


Ekushey Sangbad
বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি, নাটোর
০৫:২৯ পিএম, ৬ ডিসেম্বর, ২০২৫

বড়াইগ্রামে অজ্ঞাত মোটরসাইকেল চাপায় মাদরাসা ছাত্র নিহত

মাত্র ৮ বছর বয়সে এই পৃথিবী ছেড়ে যেতে হলো মুস্তাসিন হককে। বাড়ির সামনের সড়ক পার হয়ে বন্ধুদের সঙ্গে খেলতে যাচ্ছিলো সে। এসময় অজ্ঞাত একটি মোটরসাইকেল তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন মুস্তাসিনকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু শনিবার দুপুর ১টায় সে মারা যায়।

নিহত মুস্তাসিন নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরের গুনাইহাটি মহল্লার মুদী দোকানী এমদাদুল হক টিটুর ছেলে। শুক্রবার বেলা ১১টার দিকে নিজ বাড়ির সামনের সড়কে অজ্ঞাত একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়।

স্থানীয় ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আসলাম হোসেন জানান, মুস্তাসিন স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করতো। শুক্রবার সকালে বাড়ির সামনেই সড়ক পার হওয়ার সময় তাকে একটি মোটরসাইকেল চাপা দিয়ে দ্রুত চলে যায়। আহত অবস্থায় মুস্তাসিনকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘাতক মোটরসাইকেলটি বা তার আরোহীর কোনো সন্ধান মেলেনি। তবে খোঁজ নিয়ে জানা গেছে, মোটরসাইকেলটি পাবনার ঈশ্বরদী এলাকার দিকে চলে গেছে।

বনপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সুমন চন্দ্র দাস জানান, এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। তদুপরি, ঘাতক মোটরসাইকেল ও আরোহীকে চিহ্নিত করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!