মানিকগঞ্জের সিংগাইরে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) বাদ যোহর ধল্লা ইউনিয়নের শায়েখ আহমদ শফি (রহ.) মাদ্রাসা (নয়াপাড়া মাদ্রাসা) প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সামাজিক সম্প্রীতির পরিবেশে দোয়া মাহফিল আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য শাকিল আহমেদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহাকুল ইসলাম সবুজ, ধল্লা ইউনিয়ন বিএনপির সাবেক অর্থ সম্পাদক মোঃ আব্দুল আল মামুন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এম. আহমাদ উল্লাহসহ স্থানীয় নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে যে অবদান রেখে চলেছেন, তা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁরা তাঁর দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি দলীয় ঐক্য ও জনসেবামূলক কর্মকাণ্ডে আরও গতিশীলভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন।
নেতৃবৃন্দ আরও জানান, মানবিক সহায়তা এবং দোয়া-অনুষ্ঠানকে নিয়মিত কর্মসূচি হিসেবে ধরে রেখে ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ অব্যাহত থাকবে। বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য এ ধরনের দোয়া মাহফিল দেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য তাঁদের।
দোয়া মাহফিল পরিচালনা করেন জায়গীর দরবার শরীফের পীর সাহেব মাওলানা দ্বীন মোহাম্মদ।
দোয়া শেষে মাদ্রাসার শিক্ষার্থী, হতদরিদ্র, দুস্থ মানুষ ও স্থানীয় উপস্থিত জনসাধারণের মধ্যে খাবার বিতরণ করা হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

