পটুয়াখালীর বাউফল পৌর শহরে অসহায় ও দুস্থ মানুষের দৈনন্দিন চলাচল সহজ করতে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছে বাউফল পৌর ছাত্রদল।
সংগঠনের উদ্যোগে পৌর শহরের বিভিন্ন সড়কে চলাচলের জন্য একটি অটোরিকশা সম্পূর্ণ বিনামূল্যে যাত্রী পরিবহন সেবা চালু করা হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে সেবাটি চালু করেন বাউফল পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদ। উদ্বোধনী অনুষ্ঠানে পৌর ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আয়োজক আব্দুল্লাহ আল ফাহাদ বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় আমরা এই ফ্রি যাত্রীসেবা চালু করেছি। বাউফলের অসহায় ও দুস্থ মানুষ প্রতিদিন চলাচলে অনেক কষ্টে পড়ে। তাদের কষ্ট লাঘব করতেই আমাদের এই ছোট্ট প্রয়াস। সামনে আরও কয়েকটি অটো এই ফ্রি সেবায় যুক্ত করা হবে এবং এটিকে নিয়মিত কার্যক্রম হিসেবে চালু রাখার চেষ্টা চলবে।”
তিনি আরও বলেন, “আমাদের নেত্রী সবসময় মানবিক কাজকে উৎসাহ দিয়েছেন। সেই ধারাবাহিকতায় ছাত্রদল মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।”
স্থানীয় সাধারণ মানুষ এ উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন। বিশেষ করে হাসপাতালে যাতায়াতকারী রোগী, বৃদ্ধ, নারী শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ এ সেবায় উপকৃত হবেন বলে জানিয়েছেন তারা।
ফ্রি যাত্রীসেবা চালু হওয়ার পর থেকেই অনেকে অটোরিকশায় চড়ে নিজেদের গন্তব্যে পৌঁছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ মানবিক উদ্যোগের ব্যাপক আলোচনা চলছে।
পৌর ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, “যেখানে মানুষের কষ্ট, সেখানে ছাত্রদল থাকবে। আমরা চাই—বাউফলের মানুষ অন্তত কিছুটা হলেও স্বস্তি পাক।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

