সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দলীয় উদ্যোগে সারা দেশের মতো নরসিংদীর পলাশ উপজেলাতেও বিভিন্ন মসজিদে দোয়া করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজ শেষে একযোগে এসব দোয়া অনুষ্ঠিত হয়।
পলাশ উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল ওয়াকিল দোয়া পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান, উপজেলা বিএনপির সভাপতি এম এ সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া এবং মসজিদের মুসল্লিরা।
দোয়া মাহফিল শেষে সবার মাঝে তবারক বিতরণ করেন ড. আব্দুল মঈন খান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

