বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ মো. আনোয়ার হোসেন মাস্টারের উদ্যোগে শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুমা সরাইল বিকালবাজার শাহী জামে মসজিদে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা খালেদ সাইফুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন—সরাইল বিকালবাজার শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শেখ আমান উল্লাহ, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জব্বার, সরাইল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাজমুল আলম খন্দকার মুন্না, সরাইল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ভূঁইয়া, সরাইল উপজেলা কৃষকদলের আহ্বায়ক মশিউর রহমান মাস্টার, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সেলিম খান, সরাইল উপজেলা জিয়া পরিষদের সভাপতি আব্বাস উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া, বিএনপি নেতা কামাল খন্দকার, সাবেক ছাত্রদল নেতা মোস্তাক আলম খন্দকার রিগান, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি প্রভাষক মো. রুবেল মিয়া এবং যুবদল নেতা সাইফুল ইসলামসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

