AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাদারগঞ্জে শহীদ মুগ্ধ স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন


Ekushey Sangbad
সাইফুল, মাদারগঞ্জ, জামালপুর
০৪:৪১ পিএম, ৫ ডিসেম্বর, ২০২৫

মাদারগঞ্জে শহীদ মুগ্ধ স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জুলাইয়ের বীর শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মৃতি সংরক্ষণে প্রতিষ্ঠিত শহীদ মুগ্ধ স্কুল অ্যান্ড কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী পণ্ডিতপাড়া এলাকায় নবনির্মিত এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ মুগ্ধ স্কুল অ্যান্ড কলেজের নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ ইঞ্জিনিয়ার আল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুহিনা আক্তার শিউলি। শহীদ মুগ্ধ স্কুল অ্যান্ড কলেজের সাংস্কৃতিক উপদেষ্টা মুসকিল আহসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—খাজা শাহ সূফী ইউনুস আলী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সালেহ আহমেদ সফি, আইনজীবী সাবিনা ইয়াসমিন, শহীদ মুগ্ধ স্কলারশিপ ফান্ডের সভাপতি অধ্যাপক রকিব লিটন এবং শহীদ মুগ্ধ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা জেলিনা প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি সকালে আয়োজন করা হয় ‘মুগ্ধ মেধা প্রতিযোগিতা’, যেখানে সাত শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। একই সঙ্গে চার শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা সেবা প্রদান করা হয়।

স্থানীয় শিক্ষার উন্নয়ন এবং শহীদ মুগ্ধের স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!