চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নিজামপুর ইউনিয়নের বৈদ্যপুর গ্রামে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে হাটবাকইল–নিজামপুর সড়কের বৈদ্যপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানার ওসি শহিদুল ইসলাম।
নিহত শিক্ষার্থীর নাম রুবেল (২৫)। তিনি তানোর উপজেলার হায়দার আলীর ছেলে এবং চাঁপাইনবাবগঞ্জ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
ওসি শহিদুল ইসলাম জানান, রুবেল মোটরসাইকেলযোগে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলেন পরীক্ষা দিতে। পথিমধ্যে বৈদ্যপুর এলাকায় নিজামপুর থেকে আসা একটি স্টিয়ারিং গাড়ির সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত স্টিয়ারিং গাড়িটি স্থানীয়রা আটক করেছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

