বাংলাদেশ জাতীয় সংসদের দিনাজপুর-৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন এ কে এম কামরুজ্জামান। কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড যাচাই-বাছাই শেষে তাঁর নাম চূড়ান্ত করে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্বিতীয় দফায় তার প্রার্থিতা ঘোষণা করেন।এর আগে প্রথম ধাপে ২৩৭ আসনে মনোনয়ন দেওয়া হলেও এই আসনটি ফাঁকা রাখা হয়েছিল।
মনোনয়ন পাওয়ার পর তিনি দলীয় নেতা-কর্মী এবং এলাকার সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি আসন্ন নির্বাচনে বিজয় নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।
কামরুজ্জামান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি। দলীয় কার্যক্রমের বাইরে তিনি ব্যারিস্টার হিসেবে আইনগত ও সাংগঠনিক বিভিন্ন দায়িত্বে যুক্ত আছেন। বিদেশি সহযোগিতা, আন্তর্জাতিক সম্পর্ক ও দলের বিভিন্ন ইস্যুতেও তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে।
এ কে এম কামরুজ্জামান বলেন,“আমি সবসময় মাঠেই ছিলাম, এখনো আছি; ভবিষ্যতেও থাকার চেষ্টা করবো। ধানের শীষ নিয়ে আমি লড়তে প্রস্তুত।”
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপি দ্বিতীয় দফায় আরও ৩৬ আসনে প্রার্থী চূড়ান্ত করে তালিকা প্রকাশ করেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ ব্রিফিংয়ে এ মনোনয়ন ঘোষণা করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

