বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মাগরিবের নামাজের পর বাঘাইছড়ির বটতলী মোহাম্মাদিয়া হেফজখানায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বাঘাইছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর উদ্দিন রাজুর সৌজন্যে দোয়া মাহফিল ও খাবার বিতরণ সম্পন্ন হয়।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণের জন্যও দোয়া করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ও বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাবেদুল আলম, সাংগঠনিক সম্পাদক মো. বদিউল আলম, পৌর যুবদলের সদস্য সচিব ওমর ফারুক, পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. বখতিয়ারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উপস্থিত নেতাকর্মীরা বলেন, “গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর দ্রুত আরোগ্য কামনায় আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা জানাচ্ছি। দেশনেত্রীর সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসা এখন অত্যন্ত জরুরি।”
দোয়া মাহফিল শেষে বটতলী মোহাম্মাদিয়া হেফজখানার হাফেজ ছাত্রদের মাঝে রাতের খাবার বিতরণ করা হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

