চট্টগ্রামের বোয়ালখালীতে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) চট্টগ্রাম জেলা অফিসের উদ্যোগে উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালার প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি।
স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক উপস্থাপনা করেন এসডিএফ চট্টগ্রাম আঞ্চলিক ব্যবস্থাপক ডা. মুনমুন ঘোষ।
এসডিএফ চট্টগ্রাম জেলা কর্মকর্তা সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন এসডিএফ চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক মো. হাফিজ আল মামুন।
স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে বিশদ আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সুফিয়ান সিদ্দিকী এবং অর্থোপেডিক কনসালটেন্ট ডা. স্বরাপান্দ চক্রবর্তী।
এতে আরও উপস্থিত ছিলেন এসডিএফ-এর উপজেলা দুই ক্লাস্টার কর্মকর্তা মো. আমিনুল ইসলাম ও সেলিম উজ জামান সাফাত। কর্মশালায় উপজেলার বিভিন্ন পর্যায়ের ৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

